ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তায় মাছ ধরার সময় বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
তিস্তায় মাছ ধরার সময় বিএসএফের হাতে বাংলাদেশি আটক ছবি: প্রতীকী

নীলফামারী: নীলফামারীর তিস্তা নদীতে মাছ শিকারের সময় মোশাররফ হোসেন (৩৫) নামে বাংলাদেশি এক  জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিস্তা নদীর সীমান্তের ৭৯৭নং পিলারের ৫৭নং সাব পিলার অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় বিএসএফের তিস্তাবস্তি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।



মঙ্গলবার সকালে ১৩ বিএসএফ ব্যাটালিয়য়নের তিস্তাবস্তি ক্যাম্প কমান্ডার বরাবরে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কিন্তু ওই আহ্বানে সাড়া দেয়নি বিএসএফ।

আটক মোশাররফ নীলফামারীর ডিমলা উপজেলার  চড়খড়িবাড়ি গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

৭ বিজিবির অধীন ডিমলার চরখড়িবাড়ী ক্যাম্প বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মহসিন আলী চৌধুরী বাংলানিউজকে বলেন, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আমরা ৭৯৮নং প্রধান পিলারের কাছে তাদের জবাবের জন্য অপেক্ষা করছি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।