ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বাগেরহাটে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম

বাগেরহাট: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে বাগেরহাটে মানহানির মামলা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদের আদালতে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনির হোসেন মামলাটি দায়ের করেন।



মামলায় বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানসহ সংগঠনের জেলা শাখার আট নেতাকর্মীকে সাক্ষী করা হয়েছে।

আদালতে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালের ৩, ১৩, ১৪, ও ২২ জুন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করে জনসমর্থন নষ্ট করার হীন মানসিকতা ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক-আন্তঃ রাষ্ট্রীয় সম্পর্ক নষ্ট করতে বিভিন্ন রকম ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন। এতে আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারাভোগ করতে হয়েছে।

এই ভিত্তিহীন সংবাদ পরিবেশনের কারণে আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনসহ বাদী ও সাক্ষীদের মর্যাদাহানিসহ ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের পথ সুগম করে তাদের ক্ষমতা গ্রহণ দীর্ঘায়িত করে রাষ্ট্রদ্রোহসহ ১০ হাজার কোটি টাকার মানহানি করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।