ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রয়াত সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের পরিবারকে চেক প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
প্রয়াত সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের পরিবারকে চেক প্রদান ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রয়াত সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের পরিবারের হাতে সহায়তায় চার লাখ টাকার চেক তুলে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এসময় মন্ত্রী ব্যক্তিগতভাবে ফারুকের পরিবারকে আরও দু’লাখ টাকা সহায়তার আশ্বাস দেন।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রয়াত সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ চেক তুলে দেন।

সভায় ফারুকের স্ত্রী পারভিন আক্তারের কাছে সানলাইফ ইন্সুরেন্সের ডিআরইউ গ্রুপ বিমার মাধ্যমে চার লাখ টাকার চেক দেওয়া হয়।

এর আগে, তার বক্তব্যে মন্ত্রী তার নিজের পক্ষ থেকে দু’লাখ টাকা সহায়তা দেবেন বলে জানান।

সভায় ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, কুদরত-ই খুদা, শাহনাজ পারভিন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়:  ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএ/ইডি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।