ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ২৫৭ শিশু পেলো স্কুলব্যাগ ও পোশাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বরিশালে ২৫৭ শিশু পেলো স্কুলব্যাগ ও পোশাক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে ২৫৭ শিশু শিক্ষার্থীদের মধ্যে নতুন স্কুলব্যাগ, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে এক অনুষ্ঠানে আভাস প্রি-স্কুল শিশুদের মধ্যে এসব বিতরণ করা হয়।



মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ও সিআরডিপিও চাইল্ড প্রকল্প আভাসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু জিয়াউল হক।

আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, জীবন কৃষ্ণ দে, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, কাউন্সিলর জাহানারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আভাসের র্নিবাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

পরে ২৫৭ জন শিশুকে স্কুলব্যাগ, খাতা, পেনসিল ও স্কুলের পোশাক দেওয়া হয়। এতে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিশুরা।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।