ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ঢামেকে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেন মাহাবুব (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।



তিনি লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মাহাবুব আমীর হোসেন ছেলে।

নিহতের মামাত ভাই মো. ফারুখ তানভীর জানান, চলিত বছরের ১৫ জানুয়ারি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিলো।

তিনি আরও জানান, মাহাবুব তিন সন্তানের জনক। তিনি ২১৫/২ লালবাগ রোডের একটি বাসায় থাকতেন।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, মাহাবুব কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তাকে সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় ঢামেকে আনা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লালবাগ থানাসহ পল্টন থানায়ও তার বিরুদ্ধে মামলা ছিলো। ময়না তদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এজেডএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।