ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘ওয়াক আউটের কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
‘ওয়াক আউটের কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়েছে’

ঢাকা: বাংলাদেশে বিগত সংসদগুলোতে বিরোধীদল থাকলেও তারা ওয়াক আউট করে দিনের পর দিন সংসদের বাইরে অবস্থান করেছেন। আর এজন্য গণতন্ত্র  ক্ষতিগ্রস্ত হয়েছে।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সফররত একটি ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি স্যার কির স্টারমার।

লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে লেবার পার্টির আট সদস্যের একটি দলের সদস্য হয়ে বাংলাদেশ সফরে আসা এমপি স্টিফেন টিমস এবং স্টিভ রিড এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, সংসদে আইন পাশের প্রক্রিয়া, এমপি নির্বাচন পদ্ধতি, এমপিদের মাঝে আসন বণ্টন প্রক্রিয়া, এমপিদের কার্যক্রম, শিশু পার্লামেন্ট, বাংলাদেশে নাগরিকত্ব গ্রহণের পদ্ধতি, কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটির বিধান, কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়ন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের নেতৃত্বের বিষয়ে আলোচনা করেন।

সংসদকে গণতন্ত্র চর্চার কেন্দ্র বিন্দু হিসেবে অভিহিত করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় গণতন্ত্র চর্চায় সরকার ও বিরোধী দলীয় এমপিদের বিরাট ভূমিকা রয়েছে।

‘সংসদে ইস্যু ভিত্তিক বিতর্ক দেশের গণতন্ত্রকে সমুন্নত করে।   বর্তমান সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তারা যে কোনো ইস্যুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের মতামত দেন,’ বলেন তিনি।

ড. শিরীন শারমিন বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। এতে মন্ত্রণালয়ের যে কোনো কার্যক্রমের ওপর আলোচনা ও দিকনির্দেশনা দেওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।