ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আইন করেও প্রশ্নের উত্তর পেলেন না সাবেক তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আইন করেও প্রশ্নের উত্তর পেলেন না সাবেক তথ্যমন্ত্রী

জাতীয় সংসদ ভবন থেকে: তথ্য অধিকার আইন করেও সংসদে প্রশ্নের উত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

তিনি বলেছেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন করলাম, আর সংসদে আমার একটি প্রশ্ন তিনবার স্থানান্তর করা হলো, কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে মাননীয় স্পিকার।

’ 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে এসব কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী ও সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, মাননীয় স্পিকার আমরা অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করলাম। আর আমি একটি প্রশ্ন করলাম, প্রথমে বলা হলো নভেম্বর মাসে, এরপর ২ ফেব্রুয়ারির জন্য নির্ধারণ করা হলো; আজ আবার দেখা যাচ্ছে স্থানান্তরিত। এটা কীভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে?

এ সময় স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, প্রশ্নটি কোন মন্ত্রণালয়ের ছিল? পরে আবুল কালাম আজাদ বলেন, আমার প্রশ্ন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, আমার সামনেই মন্ত্রী বসে আছেন। এ বিষয়ে মাননীয় স্পিকার আপনার একটি রুলিং চাই।

আবুল কালাম আজাদ নবম জাতীয় সংসদের তথ্যমন্ত্রী থাকাকালীন সময় তথ্য অধিকার আইন পাস করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএম/এমএ

** জঙ্গি দমনে দায়িত্বশীলতার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।