ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মীয় অনুভূতিতে আঘাত

ব-দ্বীপ প্রকাশনীর মালিকসহ ৩ জন রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ব-দ্বীপ প্রকাশনীর মালিকসহ ৩ জন রিমান্ডে

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিকসসহ ৩ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার সিএমএম আদালতের বিচারক আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।



এর আগে তাকে আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানা পুলিশ।

শুনানি শেষে আদালতের বিচারক অভিযুক্ত প্রকাশনীর মালিক মানিকের ৫ দিন, ফকির তসলিমের ২দিন ও শামসুল আলমের বিরুদ্ধে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া অপর দুই আসামি হলেন, লেখক প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন ও শামসুল আলম চঞ্চল।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ১৫ ফেব্রুয়ারি বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় ব-দ্বীপ প্রকাশনীর স্টলটি বন্ধ করে দেয় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

একই সঙ্গে  ‘ইসলাম বিতর্ক’ নামক বইসহ ওই প্রকাশনীর বেশ কয়েকটি বই জব্দ করা হয়।

বইগুলো হলো-শামসুজ্জোহা মানিক ও শামসুল আলম চঞ্চল রচিত ‘আর্যজন ও সিন্ধু সভ্যতা’, এম এ খান অনূদিত ‘জিহাদ : জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার’, শামসুজ্জোহা মানিকের ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা’, একই লেখকের প্রবন্ধ সংকলন ‘ইসলামে নারীর অবস্থা’ এবং ‘নারী ও ধর্ম’।

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা আছে কি-না, তা অনুসন্ধান করতে বইগুলো জব্দ করা হয় জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।