ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বাংলাদেশির মরদেহ ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বাংলাদেশির মরদেহ ফেরত

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বাংলাদেশি রাখাল মোমিন মোল্লার (২৮) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক শেষে মরদেহ ফেরত দেয় বিএসএফ।



সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের জিরো পয়েন্টে ৭/১০ মেইন পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জালাল উদ্দিন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন জয়নগর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সতীশ।

কোম্পানি কমান্ডার সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, সোমবার বেলা ১১টার দিকে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের প্রবেশের পথে সীমান্তের কাঁটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মোমিন মোল্লার। পরে তার  মরদেহ নিয়ে যায় বিএসএফ। মঙ্গলবার বিজিবির আমন্ত্রণে পতাকা বৈঠক শেষে মোমিনের মরদেহ ফেরত দেয় বিএসএফ।

যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে মোমিন মোল্লার মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।