ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার যৌক্তিকতা নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার যৌক্তিকতা নেই’

জাতীয় সংসদ ভবন থেকে: পাকিস্তানকে চিরশত্রু আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘পাকিস্তান আমাদের চিরশত্রু। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এখনও আমাদের পেছনে ষড়যন্ত্র করছে।

তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই। ’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, তাই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে পররাষ্ট্র  মন্ত্রণালয়কে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি।

‘পাকিস্তান এখনও তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ষড়যন্ত্র করে বিডিআর  বিদ্রোহ করিয়েছে। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই,’ বলেন শেখ সেলিম।

তিনি বলেন, পাকিস্তান ১৯৭১ সালে এদেশে গণহত্যা করেছে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গেও জড়িত তারা।   কয়েকদিন আগেও পাকিস্তান হাইকমিশনের একজন কূটনৈতিক খালেদা জিয়ার বাসার সামনে গিয়ে দেখা করার জন্য ঘোরাঘুরি করেন। পরে বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে।

‘পাকিস্তানি হাইকমিশন এখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তাদের সঙ্গে সম্পর্ক চিহ্নিত করলেই আমাদের ভালো হবে। ’

খালেদা জিয়ার সমালোচনা করে শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন।

‘কিন্তু বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, তার জন্ম না হলে আজও আমরা হয়তো স্বাধীন হতাম না। ১৯৭১ সালে পাকিস্তান গণহত্যা চালিয়ে ৩০লাখ মানুষকে হত্যা করেছে। এটি প্রতিষ্ঠিত সত্য। এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। এটা শুধু পাকিস্তান অস্বীকার করে। আর এখন পাকিস্তানি দোসর হিসেবে খালেদাও তা অস্বীকার করা শুরু করেছেন। ’

তাই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্যের কারণে আইন করে তাদের শাস্তির দাবি জানান তিনি।
 
রাষ্ট্রপতির ভাষণের ওপর অন্যদের‍ মধ্যে সরকার দলীয় সদস্য মাহমুদস সামাদ চৌধুরী ও  মাহফুজুর রহমানও বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬, আপডেট: ১৮৪৪ ঘণ্টা
এসএম/এমএ


** ‘দেশে কন্যা শিশুর সংখ্যা প্রায় ৩ কোটি’
** আইন করেও প্রশ্নের উত্তর পেলেন না সাবেক তথ্যমন্ত্রী
** জঙ্গি দমনে দায়িত্বশীলতার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।