ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
সিলেটে ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সিলেটে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ও ওসমানীর মর্যাদা প্রতিষ্ঠায় ৯ দফা দাবি আদায়ে মানববন্ধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল।

সাধারণ সম্পাদক এডভোকেট জুয়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আলহাজ কলন্দর আলী, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এপেক্সিয়ান এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, অ্যাডভোকেট সালমান খান, মাওলানা আবু ইউসুফ চৌধুরী, মাওলানা হাফিজ আব্দুল কাদির, শফিকুর রহমান শফিক, হাফিজ মো. সিরাজুল হক, সৈয়দ জুনেদ আহমদ, মাওলানা সাইফুদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, লেখক সৈয়দ মো. তাহের, কাজী সাহেদ বিন জাফর, আলী আহমদ হিরন, আহমদ হোসেন চৌধুরী, কয়েজ আহমদ মাহদী, আব্দুস সালাম, মো. দিলওয়ার হোসাইন, মো. ইউসুফ মিয়া, মোঃ মজনু মিয়া, মোঃ আব্দুল কাদির, বিশিষ্ট কবি কামাল আহমদ, বিশিষ্ট কণ্ঠশিল্পী জামাল উদ্দিন আহমদ হাসান বান্না, মোঃ আবুল কাশেম হেলাল তাফাদার, বাহারুল হুদা চৌধুরী, এ.এস.এম এহসান, মো. ফারুক মিয়া, মো. খোকন আহমদ প্রমুখ।

হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে খতমে কোরআন শেষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাজার সংলগ্ন কবরস্থানে এমএজি ওসমানীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ফাতেহা পাঠ এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।