ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনা ছিনতাইয়ের ঘটনায় ডিএমপি’র তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
সোনা ছিনতাইয়ের ঘটনায় ডিএমপি’র তদন্ত কমিটি

ঢাকা: পুরান ঢাকার আলু বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশ (ডিএমপি)।
 
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।


 
তিনি বলেন, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (লিজিস্টিক) ওয়াই এম বেলালুর রহমানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ ও লালবাগ বিভাগের ডিসি মফিজউদ্দিন আহমেদ।
 
এর আগে, সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ ওঠে। এসময় দুই এসআইকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এনএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।