ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
কমলনগরে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (চতুর্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।



এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী হোসেন, সাহেবের হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের, তোয়াহা'র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ, জাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইউনুছসহ অনেকে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।