ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি আদেশ অমান্য করায় সিএনজি চালকের তিন মাসের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
সরকারি আদেশ অমান্য করায় সিএনজি চালকের তিন মাসের জেল ফাইল ফটো

ঢাকা: কাগজপত্রহীন গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও উল্টো রাস্তায় যান চলাচলের অপরাধে চালকদের ১৩টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।    

এসব মামলায় কাসেম মাতুব্বর নামে এক চালককে তিন মাসের জেল ও বাকিদের ১৬ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মগবাজার মোড় এলাকায় দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দস বাংলানিউজকে জানান, তাদেরকে এ দণ্ড দেওয়া হয়েছে।

এ অভিযানে ফুটপাত থেকে ৫০টি দোকানও উচ্ছেদ করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এনএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।