ঝিনাইদহ: যৌতুকের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে আয়শা বেগম (২৬) নামে এক স্ত্রীকে মারধর করে ধারালো বটি দিয়ে তার মাথার চুল কেটে দিয়েছে স্বামী শাহিনুর বিশ্বাস (৩১)।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে থানায় মামলা দায়ের পর পুলিশ দুপুরে স্বামী শাহিনুরকে আটক করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে যৌতুকের দাবিতে স্ত্রী আয়শাকে মারপিট করে। এক পর্যায়ে ধারালো বটি দিয়ে তার মাথার চুল কেটে দেয়। মামলা দায়ের পর পুলিশ মঙ্গলবার দুপুরে শাহিনুরকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএইচ