ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে গৃহবধূকে নির্যাতনের পর চুল কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ঝিনাইদহে গৃহবধূকে নির্যাতনের পর চুল কর্তন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: যৌতুকের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামে আয়শা বেগম (২৬) নামে এক স্ত্রীকে মারধর করে ধারালো বটি দিয়ে তার মাথার চুল কেটে দিয়েছে স্বামী শাহিনুর বিশ্বাস (৩১)।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে থানায় মামলা দায়ের পর পুলিশ দুপুরে স্বামী শাহিনুরকে আটক করে।



কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে যৌতুকের দাবিতে স্ত্রী আয়শাকে মারপিট করে। এক পর্যায়ে ধারালো বটি দিয়ে তার মাথার চুল কেটে দেয়। মামলা দায়ের পর পুলিশ মঙ্গলবার দুপুরে শাহিনুরকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।