রাজশাহী: দুইদিনের সরকারি সফরে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী যাবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে তার এ সফরসূচির কথা জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, মন্ত্রী বুধবার বিকেলে রাজশাহী পৌঁছাবেন। পরদিন বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ওদিনই মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএস/ওএইচ/এসএস