ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় বখাটের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
গজারিয়ায় বখাটের কারাদণ্ড ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রবিউল ইসলাম (১৮) নামে এক বখাটেকে সাতদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিস এ আদেশ দেন।



রবিউল উপজেলার আলীপুরা গ্রামের ভাড়াটিয়া নুরুল হকের ছেলে।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদার জানান, দীর্ঘদিন ধরে এক ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিলেন রবিউল। মঙ্গলবারও একইভাবে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা রবিউলকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ইউএনও মাহবুবা বিলকিস এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রবিউলকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।