নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এতে যৌথভাবে সহায়তা করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এবং ডিপিডিসি’র লোকজন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় মহাসড়কের উভয় পাশের অবৈধ প্রায় ৫ শতাধিক দোকান গুড়িয়ে দেয়া হয়। বিকেল সাড়ে ৩ টায় এ উচ্ছেদ অভিযান শেষ হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় গুঁড়িয়ে দেয়া হয় মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার, খাবার হোটেল, কনফেকশনারী, ফার্মেসি ও ফলের দোকানসহ বিভিন্ন স্থাপনা।
এছাড়াও চাঁন সুপার মার্কেট, কাসসাফ শপিং কমপেক্স, বদর উদ্দিন সুপার মার্কেট ও
হাজী আসহান উল্লাহ মার্কেটের সামনে অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বদরুল আলম, এএসপি ফোরকান শিকদার, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্যাহ, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মোল্লা তসলিম হোসেন ও সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী সোহেল মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরআই/