ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি শহরে জাল টাকাসহ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
রাঙামাটি শহরে জাল টাকাসহ প্রতারক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে জালটাকাসহ খাইরুল আলম (২৫) নামে এক যুবককে প্রতারক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।



আটক খাইরুল আলমের বাড়ি খুলনা জেলায়।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে খাইরুল পুলিশকে জানিয়েছেন, খাইরুলের এক সঙ্গী জালটাকা দিয়ে রাঙামাটির একটি দোকান থেকে কমদামি কিছু পণ্য কেনেন। এই সূত্র ধরে খাইরুলকে আটক করে পুলিশ।

শহরের একটি হোটেলে আরো দুই/তিনজন সঙ্গী থাকার কথাও পুলিশের কাছে স্বীকার করেন খাইরুল। তবে, তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ বিভিন্ন হোটেলে অভিযান চালালেও আরো কোনো প্রতারককে পায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ জানান, খাইরুলের কাছ থেকে এ বিষয়ে আরো তথ্য বের করার পর জালটাকা সংক্রান্ত মামলায় তাকে আদালতে চালান দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।