ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
শেরপুরে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন মাহ্ফুজ আনাম

শেরপুর: শেরপুরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ারুল হাসান উৎপল।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের আদালতে এ আবেদন করেন তিনি।



আদালতের বিচারক আবেদনটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তদন্ত করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলা আবেদনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, বর্তমান সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপন, সহকারী পাবলিক প্রসিকিউট অ্যাডভোকেট মজদুল হক মিনু ও জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নূরানী মনিকে সাক্ষী করা হয়েছে।

বাদী পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভেকেট সুব্রত দে ভানু।

মামলা সূত্রে জানা যায়, ১/১১ এর পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআইয়ের সরবরাহ করা দুর্নীতির মিথ্যা তথ্য যাচাই না করেই প্রতিবেদন প্রকাশ করেছিল ডেইলি স্টার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম এ কথা স্বীকার করেন, যা পরে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

মামলায় আরো উল্লেখ করা হয়, মাহফুজ আনাম রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিকল্পিতভাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট করতে দেশের অন্যতম গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটির ক্ষতি সাধনের চেষ্টা চালিয়েছেন।

একই সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি করেছেন। এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।