ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৫ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
নারায়ণগঞ্জে ৫ ফার্মেসিকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পাঁচ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছরোয়ার হোসেন।

অভিযানে মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে পাঁচ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এদের মধ্যে শুভ মেডিসিন কর্নারকে ৩০ হাজার, শাহীন মেডিক্যালকে ২০ হাজার, সাহা ফার্মাকে ৪০ হাজার, আইডিয়াল মেডিসিনকে ৩০ হাজার, সরকার মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসি বাংলানিউজকে বলেন, জনস্বার্থে আমরা এই অভিযান পরিচালনা করেছি। সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো।

ছরোয়ার হোসেন জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এসব ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

শহরের বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।