ঢাকা: সৌরবিদ্যুতের মাধ্যমে সড়ক বাতি জ্বালাতে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব কমিটি কমিটির ৪৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ডা. আফসারুল আমীন, রেবেকা মমিন, মো. শামসুল হক টুকু, মঈন উদ্দীন খান বাদল, রুস্তম আলী ফরাজী এবং ওয়াসিকা আয়েশা খান অংশ নেন।
এছাড়া বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ২০০৮-২০০৯ এবং ২০০৬-২০০৭ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট নিয়ে আলোচনা হয়।
একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কিছু কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, গ্যাস ও জ্বালানি বাবদ ১৮ লাখ ৬৮ হাজার ৯৪৭ টাকা প্রদান বিষয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা করা হয়।
কমিটি আলোচিত অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করে। পার্বত্য বান্দবানের লামা থানায় উন্মুক্ত স্থানে কয়লা সংরক্ষণের জন্য প্রকল্প গ্রহণ এবং কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়াতে লেক পুনঃখননের সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএম/এমএ