ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ফেনী: ফেনীর সোনাগাজীতে বিয়েবাড়ির পুকুরে সৌন্দর্যবর্ধনের জন্য তৈরি ফোয়ারার পানিতে  বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে মাহমুদুল হাসান রুবেল (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের আবদুল হালিমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

তবে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে দাবি করে স্বজনরা ও বিক্ষুব্ধ জনতা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেছেন।

রুবেল রাজধানী ঢাকার এশিয়ান ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, চরগণেশ গ্রামের আবদুল হালিমের মেয়ের বিয়ে উপলক্ষে বাড়ির পুকুরে বৈদ্যুতিক ফোয়ারা করা হয়। শটসার্কিটের ফলে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে কয়েকটি মাছ মারা যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে কনের চাচা মো. এনামুল হকের ছেলে মাহমুদুল হাসান রুবেল মরা মাছগুলো তুলতে পুকুরে নামলে বিদ্যুতায়িত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিন্তু স্বজনদের দাবি, রুবেলকে বাড়িতে নিয়ে গেলে নড়ে ওঠেন তিনি। পরে আবারো তাকে হাসপাতালে নিয়ে আসলে ইসিজি করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের অবহেলায় রুবেলের মৃত্যু হয়েছে বলে দাবি করে তার স্বজনরা ও বিক্ষুব্ধ জনতা হাসপাতালের কয়েকটি জানালা ভাঙচুর শুরু করলে চিকিৎসকরা পালিয়ে যান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।