ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় যুবককে মারধরের ঘটনায় পুলিশ সদস্য প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আলমডাঙ্গায় যুবককে মারধরের ঘটনায় পুলিশ সদস্য প্রত্যাহার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শরিফুল ইসলাম (২৭) নামে এক আলমসাধু চালককে চড়-থাপ্পড় মেরে গুরুতর আহত করার ঘটনায় পুলিশ সদস্য বেলাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।



প্রত্যাহারকৃত পুলিশ সদস্য বেলাল হোসেন আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। কেউ এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ করলে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) তিয়রবিলা গ্রামের বাগানপাড়ার আলমসাধু চালক শরিফুল ইসলামের দায়িত্ব ছিল টহল দলকে সারারাত বহনের। শরিফুল রাতে আলমসাধু ফাঁড়িতে রেখে বাজারে মশার কয়েল কিনতে বাজারে যায়। ফিরতে একটু দেরি হওয়ায় বিষয়টি ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হাকিম জানতে চান। এ সময় তার পাশে থাকা পুলিশ কনস্টেবল বেলাল হোসেন তেড়ে এসে শরিফুলকে কানচোয়ালে চড়-থাপ্পড় মারে। এতে আলমসাধু চালক শরিফুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলে।

পরে খবর পেয়ে তার ভাই সোনা মিয়া ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি তরে। মঙ্গলবার সকালে তার জ্ঞান ফেরে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।