ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ত্রিশালে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৩০) এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।



এর আগে ছিনতাইকারীর ছোড়া গুলিতে আল আমিন (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকের ত্রিশালের কানহর এলাকায় এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, কানহর এলাকার ছিনতাইকালে জনতার হাতে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। নিহত ছিনতাইকারীর পরিচয় জানা যায়নি। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

ছিনতাইকারীর ছোড়া গুলিতে আহত ব্যক্তিকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬/আপডেট: ২১১৮ ঘণ্টা
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।