ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘ডু অর ডাই’ মনে করে নেমেছিলাম

সাব্বির আহমদ,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
‘ডু অর ডাই’ মনে করে নেমেছিলাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ডু অর ডাই’ করো অথবা মরো –এটাই মনে করে এসএ গেমসের সাঁতার পুলের নীল জলে ঝাঁপ দিয়েছিলেন মাহফুজা খাতুন শীলা। এরপর রেকর্ড গড়ে জিতলেন সোনা।



আন্তর্জাতিক অঙ্গনে প্রথম বাংলাদেশি নারী হিসেবে সোনা জয়ী সাতারু শীলা বলছিলেন, ‘যে প্রস্তুতি আমার ছিলো তাতে স্বর্ণ জয় কোনোভাবেই সম্ভব ছিলো না। কেননা, ভারত, নেপাল, শ্রীলঙ্কার সাঁতারুরা বিদেশে গিয়ে উন্নত প্রশিক্ষণ সুবিধা নিয়ে আমার সঙ্গে অংশ নিয়েছিলেন। আর আমি ‘ডু অর ডাই’ মনে করে নেমেছিলাম যাই হোক একটা কিছু হবে এবং আমি সফল হয়েছি’।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে শীলা এসেছিলেন সংবর্ধনা নিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ তাকে সংবর্ধনা প্রদান করে। শীলা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী।

একইসঙ্গে শীলা বাংলাদেশ নৌ-বাহিনীতে তিন বছর ধরে প্রশিক্ষণরত। নৌ-বাহিনীর সিভিল অফিসার পদে তিনি আবেদন করেছেন এবং আশা করছেন, চাকরি হয়ে যাবে।  
আর কতো দূর যাবেন এমন প্রশ্নে শীলা বলেন, ‘পরবর্তী অলিম্পিকে আমাকে নির্বাচন করা হলে আমি তার জন্য প্রস্তুতি নেবো’।
 
অলিম্পিকের লক্ষ্য ছাড়াও শীলা আগামী সাউথ এশিয়ান গেমসে অংশ নিতে নেপালে যেতেও আগ্রহী। তবে সাঁতার ফেডারেশনের কিছু কর্মকর্তার প্রতি তার ক্ষোভ প্রকাশ পেয়েছে বক্তব্যে।

তিনি বলেন, ‘ফেডারেশনের কিছু কর্মকর্তা প্রশিক্ষণগত কারণে বয়স হয়ে গেছে, মোটা হয়ে গেছি ইত্যাদি যখন বলছিলেন, তখন আমি মানসিকভাবে পিছিয়ে পড়েছিলাম। অবশ্য এ কারণে একটা জেদও জন্মেছিলো মনের মধ্যে’।
 
সদ্য শেষ হওয়া ভারতের আসাম রাজ্যের রাজধানী গোহাটিতে এসএ গেমসে সাঁতারে মেয়েদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতেছেন মাহফুজা খাতুন শীলা। মাহফুজা ভেঙেছেন দক্ষিণ এশিয়ার ১০ বছরের পুরনো রেকর্ডও। ২০০৬ শ্রীলঙ্কা গেমসে এ ইভেন্টে ৩৪.৯৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন শ্রীলঙ্কার রাহিম মায়ুমি। এবার শীলা সময় নেন ৩৪.৮৮ সেকেন্ড।

বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে সংবর্ধিত করে চট্টগ্রাম ইউনিভার্সিটি জার্নালিজম অ্যাসোসিয়েশন ঢাকা (সিইউজেএডি)

সিইউজেএডি’র সভাপতি মো জসিম উদ্দিন খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের সিনিয়র শিক্ষার্থী আতাউল গনি সুমন, পারভেজ চৌধুরী, মোমেনা আক্তার পপি, দিল আরা লিনা, ইফতেখার রাজু ও বারেক কায়সার প্রমুখ। সিইউজেএডি’র সাধারণ সম্পাদক তন্ময় মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বাংলাদেশ সময়:  ২১০৫  ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।