ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ২৪ ইটভাটার বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
না.গঞ্জে ২৪ ইটভাটার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকার ২৪টি ইটভাটার বিরুদ্ধে মামলা করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএসটিআই এর ফিল্ড অফিসার মো. রেজানুর রহমান সরকার বাদী হয়ে এসব মামলা করেন।



পণ্যের গুণগত মান যাচাই ছাড়া ও বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ বা নবায়ন না করার অভিযোগে এসব মামলা করা হয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুর রউফ মোল্লা এই প্রতিবেদককে জানান, আদালত মামলা গ্রহণ করে সমন জারি করেছেন। বুধবার এ সমনের তারিখ জানানো যাবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।