বরিশাল: বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত ও আহত হয়েছেন অপর এক আরোহী।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে প্রবীর নিহতের খবর ওই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ও ব্যবসায়ীরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
তাৎক্ষণিক পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। এসময় সল্প সময়ের জন্য আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকে।
সড়ক দুর্ঘটনায় নিহত প্রবীর হালদার (৩৫) নগরীর পুরাতন কয়লাঘাট এলাকার বাসিন্দা শশী ভূষন হালদারের ছেলে ও মোটরসাইকেল মেকানিক।
অপরদিকে আহত আকতার হোসেন কালু (২৮) কড়াপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে ও চৌমাথার একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালুর মোটরসাইকেল মেরামত শেষে মেকানিক প্রবীর তাকে নিয়ে টেস্ট ড্রাইভে বের হয়। চৌমাথা এলাকার মারকাজ মসজিদের সামনে থেকে ঘুরতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের তাদের চাপা দেয়।
এসময় ট্রাকচালক তাদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা এগিয়ে এসে ট্রাকটিকে আটকে ফেলে এবং দু’জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রবীর হালদারকে মৃত বলে ঘোষণা করেন এবং কালুকে চিকিৎসার জন্য ভর্তির পরামর্শ দেন।
জরুরি বিভাগের দায়িথ্বরত চিকিৎসক মাসুদ মোল্লা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার আনসার উদ্দিন বাংলানিউজকে জানান, বর্তমানে চৌমাথা এলাকার পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসএইচ