ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাহমুদুল ইসলামের মৃত্যুতে বিচারপতি এ টি এম আফজালের শোক

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
মাহমুদুল ইসলামের মৃত্যুতে বিচারপতি এ টি এম আফজালের শোক মাহমুদুল ইসলাম

ঢাকা : সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পাঠানো এক শোকবার্তায় তিনি মাহমুদুল ইসলামের স্ত্রী-সন্তান ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।



শোকবার্তায় বিচারপতি এ টি এম আফজাল বলেন, কোর্টে মাহমুদুল ইসলামের পক্ষ নির্বিশেষে উপস্থিতি বিচারকর্মে আমি সবসময় খুবই সহায়ক ভূমিকা হিসেবে দেখেছি। তিনি আমার দেখামতো সেই সময় আইনের সব শাখায় অন্যতম শ্রেষ্ঠ আইনজ্ঞ ছিলেন।

মাহমুদুল ইসলাম তার খুবই প্রিয় ব্যক্তি ছিলেন উল্লেখ করে বিচারপতি এ টি এম আফজাল বলেন, তার মৃত্যুতে আইনাঙ্গন একজন রত্নকে হারালো। আমি তার রূহের মাগফিরাত কামনা করি।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মাহমুদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।