ফরিদপুর: হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরীর (কু. ছে. আ.) দরবারে শনিবার (১৩ ফেব্রুয়ারি) শুরু হওয়া চার দিনব্যাপী উরস শরীফ আখেরী মুনাজাত মধ্য দিয়ে শেষ হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আখেরী মুনাজাত ও খাজাবাবার রওজা জিয়ারতের মধ্য দিয়ে শেষ হয়।
গত চারদিন দেশ-বিদেশের লাখ ভক্তের পদচারণায় মুখরিত ছিলো ফরিদপুরের সদরপুর আটরশি বিশ্ব জাকের মঞ্জিল। রাসূল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর নৈকট্যলাভের আশায় ইবাদত বন্দেগীতে শামিল হয় খাজা বাবার লাখ ভক্ত।
হজ ও বিশ্ব ইজতেমার পরে মুসলিম বিশ্বের বৃহৎ এ ধর্মীয় সম্মেলনকে সফল করতে আশেকান জাকেরানরা সমাবেত হন দরবার শরীফে। প্রতি বছরের মতো এ বছরও হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য আলাদা ক্যাম্প ছিলো।
পাঁচ ওয়াক্ত নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, মোরাকাবা মোশাহেদা, জেকের আশকার, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাসূলে পাক (সা.) ও ওলী আউলিয়াগণের আদর্শের উপর ওয়াজ নসিয়ত অনুষ্ঠিত হয়।
পীরজাদা খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ও পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী আগতদের সাক্ষাৎ ও নসিহত দান করেন। সকালে বিশ্বওলীর পবিত্র রওজা জিয়ারত, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে এ মহামিলন মেলা সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ওএইচ/আরআই