ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
নেত্রকোনায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: মাদক সেবন ও বিক্রির অভিযোগ নেত্রকোনায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।



সাজাপ্রাপ্তদের মধ্যে মোহনগঞ্জ উপজেলার রুমন খান পাঠান ও রেজাউল করিম টিটুকে ২ বছর এবং ইয়াসিন আরাফাত রনিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

‌এরআগে উপজেলার টেংগাপাড়া থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা পাওয়া যায়।

এদিকে, বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক মাদকসেবী মো. সাইফুল ইসলাম ও মো. আনোয়ার হোসেনকে ২ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও মাদক বিক্রি ও সেবনে সহযোগিতার দায়ে ললিতা নামে এক নারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. আজাদুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই মাদকসেবীদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।