আশুলিয়া(ঢাকা): আশুলিয়ার একটি শ্রমিক পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর।
মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার তেলিবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তেলিবাজারে আলমাস হোসেনের মালিকানাধীন শতাধিক ঘর নিয়ে একটি শ্রমিক পল্লী গড়ে উঠেছে। রাতে এ শ্রমিক পল্লীর মাঝখানের কোনো একটি ঘর থেকে হঠাৎ করেই ধোঁয়া উঠতে শুরু করে এবং আগুন ধরে যায়। মুহূতেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ও গাজীপুরের আরও দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে শ্রমিক পল্লীর অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
পিসি
** আশুলিয়ার শ্রমিক পল্লিতে আগুন