ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাতৃভাষা দিবসে বেনাপোলে থাকবেন দু’দেশের বিশিষ্টজনেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
মাতৃভাষা দিবসে বেনাপোলে থাকবেন দু’দেশের বিশিষ্টজনেরা

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই বাংলার বিশিষ্টজনেরা। ইতোমধ্যে অতিথিদের মধ্যে দাওয়াতপত্র বিতরণ শুরু হয়েছে।



মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে এ দাওয়াতপত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশের পক্ষে থাকছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, বিশেষ অতিথি আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর জেলা আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক আব্দুল মজিদ, যশোরের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, কাজী নাবিল আহম্মেদ, মনিরুল ইসলাম, রণজিত কুমার রায়, বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আব্দুল্লা খান, জেলা প্রশাসক ড.হুমায়ন কবীর, ২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান ও বেনাপোল বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেন।

ভারতের পক্ষে থাকবেন- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতি প্রিয় মল্লিক, অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী শ্রী উপেন্দ্রনাথ বিশ্বাস, বঁনগা লোকসভার সংসদ শ্রীমতি মমতা ঠাকুর, জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি রহিমা মণ্ডল, বঁনগা উত্তর বিধান সভার বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস ও বঁনগা পৌরসভার প্রধান শ্রী শংকর আঢ্য।  

অনুষ্ঠানের সময় সূচি বেনাপোল ইমিগ্রেশনে দুই দেশের আয়োজক কমিটির প্রস্তুতি সভায় নির্ধারণ করা হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

অনুষ্ঠানটির অনলাইন মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ইলেকট্রনিক মিডিয়া এটিএন বাংলা, প্রেস মিডিয়া সমকাল, রেডিও পার্টনার পিপলস ও ইভেন্ট অর্গানাজার কাঠ পেন্সিল।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।