ঢাকা: রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারের ১০তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর ভজন কুমার সরকার বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, ২০তলার এ ভবনের ১০ তলায় পুরোটাই আবাসিক। সেখানে ১০-এ৪ নম্বর ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতোমধ্যে ৫ জনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে একটি শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে।
১০-এ৪ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা বিভাস বাংলানিউজকে জানান, এই ভবনটির ১০ তলার ১০-এ৪ নম্বর ফ্ল্যাটের মালিক প্যারিস। সেখানে মালিকসহ তারা তিনটি পরিবার থাকেন। রাতে হঠাৎ আগুন লাগলে বাসার মালিক প্যারিস প্রথমে আগুন আগুন চিৎকার করে বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তারা বের হন। এ সময় ওই ফ্ল্যাটেরই এক শিশু আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
১০ তলার ৯-বি৪ নম্বর ফ্ল্যাটের মালিক আনিচুর রহমান বাংলানিউজকে জানান, রাতে আগুন আগুন চিৎকার শুনে তারা ঘর থেকে বের হয়ে নিচে নেমে আসেন।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এনএইচএফ/পিসি