ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়-ব্যাংকে রাজউকের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়-ব্যাংকে রাজউকের জরিমানা ছবি : প্রতীকী

ঢাকা: গাড়ি পার্কিংয়ের স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও একটি ব্যাংকসহ ছয়টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে উচ্ছেদ ও জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার আহমেদ চৌধুরী।



রাজউকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- রাজধানীর গ্রিন রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ও অথরাইজড অফিসার আ জ ম শফিউল হান্নানের নেতৃত্বে পার্কিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় গ্রিন রোডের একটি ভবনের মালিককে (হোল্ডিং নাম্বার ১৫৩/১) ৫০ হাজার ও ‘ওয়াল্ড ইউনিভার্সিটি’কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পার্কিংয়ের জায়গা অফিস হিসেবে ব্যবহার করার দায়ে ‘গুড লাক ইঞ্জিনিয়ারিং’ নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আবাসিক এলাকায় গাড়ি পার্কিংয়ের জায়গাতে কনফারেন্স সেন্টার করার দায়ে ‘ডেফোডিল ইউনিভার্সিটি’ কে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কনফারেন্স সেন্টার সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, গুলশান এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার আহমেদ চৌধুরী ও অথরাইজড অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় গুলশান এভেনিউ’র ৩৪ নাম্বার রোডের এসডব্লিউএস (এ) ১ প্লটে ‘ইউসিবি ব্যাংক’ ভবনের গাড়ি পার্কিংয়ের অবৈধ স্থাপনা অপসারণ করা হয় ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া গুলশান-১ এর ২৪ নাম্বার রোডের ৪ নাম্বার প্লটের ইর্স্টান হাউজিং লি. এর একটি বাড়ির গাড়ি পার্কিং স্থানের অবৈধ স্থাপনা নির্মাণ ও ব্যবসায়িক কাজে (আবাসিক হোটেল) ব্যবহার করার দায়ে ২ লাখ টাকা জরিমানা করে এই ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
টিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।