ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জন্মশত বার্ষিকীতে সিলেটে করিম উৎসব

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
জন্মশত বার্ষিকীতে সিলেটে করিম উৎসব শাহ আব্দুল করিম

সিলেট: জন্মশত বার্ষিকী উপলক্ষে সিলেটে তিন দিনব্যাপী বাউল সাধক শাহ আব্দুল করিম উৎসব শুরু হচ্ছে বুধবার (১৭ ফেব্রুয়ারি)।

এবারই প্রথম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎসবের আয়োজন করেছে উৎসব উদযাপন কমিটি।

উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন-সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম, শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ প্রমুখ।

সিলেট নগরীর রিকাবিবাজার জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আসছে কলকাতার জনপ্রিয় লোক সংগীত দল ‘দোহার’।

সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, তিন দিনব্যাপী উৎসবে সিলেটের খ্যাতিমান বাউল শিল্পীদের গান পরিবেশনা ছাড়াও নৃত্য, নৃত্যনাট্য, তথ্যচিত্র প্রর্দশনী থাকবেন। বুধবার বিকেল ৪টায় থেকে শুরু হয়ে প্রতিদিনই উৎসব চলবে।

বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এনইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।