ঢাকা: রাজধানীর বারিধারার ১৪নং প্রগতি স্মরণীতে একটি ট্রাক সড়ক ছেড়ে আইল্যান্ডের উপর উঠে যায়। এ সময় ভেঙে পড়ে বিদ্যুতের একটি খুঁটি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বড় রেকার দিয়ে ট্রাকটি আইল্যান্ড থেকে উদ্ধার করে জব্দ করা হবে। এর চালক বা সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৯৮ নং ওয়ার্ডের নাইট গার্ড কামাল মিয়া বাংলানিউজকে জানান, দ্রুত গতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। ট্রাকের ধাক্কায় রাস্তার লাইটের একটি খুঁটিও ভেঙে গেছে।
বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এনএইচএফ/পিসি