ঢাকা: রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মধু মিয়া (৪০) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে দয়াগঞ্জ বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মধু মিয়া সূত্রাপুর ধুপখোলা মাঠ এলাকায় থাকেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকায়।
তিনি বাংলানিউজকে বলেন, পারিবারিক একটি মামলার কারণে বাড়িতে যাচ্ছিলাম। পথে দয়াগঞ্জ বটতলা এলাকায় পৌঁছালে ৪ জন ছিনতাইকারী আমার পিঠে ছুরিকাঘাত করে। এরপর তারা আমার কাছে থাকা ২৮০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে স্বজনরা আমাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এজেডএস/আরএম