ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার জাহাঙ্গীর মিয়ার কলোনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত কিশোর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আলী আকবর হোসেনের ছেলে। সে ওই কলোনিতে ভাড়া থেকে দাগনভূঞা সদরের একটি মাছের আড়তে কর্মচারী হিসেবে কাজ করতো।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে জানান, রাকিব সন্ধ্যায় বাসার পাশের ফাঁকা জমিতে যায়। এসময় সেখানে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাকিব। স্থানীয়রা এ অবস্থায় রাকিবকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসআই