ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলির ঘটনায় যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
বগুড়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলির ঘটনায় যুবক গ্রেফতার ছবি : প্রতীকী

বগুড়া: বগুড়ায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় একাধিক মামলার আসামি রাব্বী মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।



বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের গোকুল ঈদগাহ মাঠ এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রাব্বি মিয়াকে গ্রেফতারের পর পুলিশি পাহরায় বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সদর থানা পুলিশের একটি দল রাতে একাধিক মামলার আসামি সন্ত্রাসী রাব্বীকে গ্রেফতার করতে গোকুল ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান নেয়। এ সময় মাঠের পাশের একটি জঙ্গল থেকে রাব্বী ও তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে রাব্বী গুলিবিদ্ধ হন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমবিএইচ/টিআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।