কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বন্ধুকযুদ্ধে মুরাদ (৩০) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২টি দেশিয় তৈরি বন্ধুক ও ৭ রাউন্ড কার্তুজ।
নিহত ডাকাত মাতারবাড়ি এলাকার মুশারফ আলী সিকদার পাড়ার শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, মাতারবাড়ির দারাখাল নামক স্থানে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল ডাকাতের মধ্যে বন্ধুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে মাতারবাড়ি ও কালারমারছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।
এতে ডাকাত মুরাদ গুলিবিদ্ধ হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মৃতদেহ মহেশখালী হাসপাতালে রাখা হয়েছে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস বাংলানিউজকে জানান, পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
টিটি/আইএসএ/টিসি