চুয়াডাঙ্গা: ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ ওষুধসহ একটি প্রাইভেটকার ভর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুই পাচারকারীকেও আটক করা হয়।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রাম থেকে এ ওষুধের চালান আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের মৃত মওলাদ হাজীর ছেলে আনোয়ার হোসেন (৩২), ও পোরন্দপুর গ্রামের কাসেদ আলীর ছেলে রকিবুল ইসলাম (২৮)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিজিবির একটি টহল দল দামুড়হুদার ফকিরপাড়া গ্রামে আগে থেকে ওত পেতে থাকে। এ সময় চুয়াডাঙ্গামুখী একটি প্রাইভেটকার আটক করে তাতে তল্লাশি চালানো হয়। এসময় ওই প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট ও ডোপামিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন উদ্ধার করা হয়। আটক করা হয় আনোয়ার ও রকিবুল নামে দুইজনকে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আমির মজিদ বাংলানিউজকে বলেন, জব্দ করা ওষুধসহ প্রাইভেটকারের দাম প্রায় ৫০ লাখ ৯৫ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ