ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে পিকআপভ্যান চাপায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
কুলিয়ারচরে পিকআপভ্যান চাপায় গৃহবধূ নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পিকআপভ্যান চাপায় রুবি আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের রেল লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবি আক্তার উপজেলার আলী আকবর গ্রামের রনি মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রুবি আক্তার (২৬) তার দেবর হবি মিয়ার সঙ্গে মোটরসাইকেলে করে ভাগলপুর যাচ্ছিলেন। দ্বাড়িয়াকান্দি লেভেল ক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত রুবি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ রুবিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) সমরেন্দ্র দত্ত বাংলানিউজকে বলেন, স্থানীয়দের সহায়তায় পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।
 
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।