ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
মিরপুরে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর শ্যাওড়াপাড়ার শামীম সরণিতে একটি চাইনিজ রেস্তোরাঁয় লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি এবং হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিলি ডিফিন্সের ডিউটি অফিসার আতিকুর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসজেএ/টিআই

** মিরপুরে রেস্তোরাঁয় আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।