ঢাকা: ঢাকা-চট্টগ্রাম ৪ লেন মহাসড়ক চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠাকভাবে মন্ত্রী এ ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কে এ পর্যন্ত মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৮১৬ কোটি টাকা।
এর আগে এই ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ১৯০ কোটি টাকা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) একনেকের নিয়মিত বৈঠকে এ ব্যয় অনুমোদন দেওয়া হয়।
‘এছাড়া আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলকায় নির্মিত ছোট-বড় মিলিয়ে ১৮টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ’
ওবায়দুল কাদের জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেন কাজের ডিটেইল ডিজাইন করা হবে। আগে এ প্রকল্পের ৩০ শতাংশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছিল। এখন তা পুরোপুরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হবে।
তিনি বলেন. প্রকল্পের প্রথম স্তরের কাজ শেষ হয়েছে। এখন চলছে ফিনিশিংয়ের কাজ, যা আগামী ২মাসের মধ্যে শেষ হবে।
‘আশা করা যাচ্ছে, চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম ৪ লেন মহাসড়কের উদ্বোধন করা সম্ভব হবে,’ বলেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এসএমএ/এমএ