গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে টঙ্গী বাজার এলাকায় ওয়ালটন শোরুম থেকে তাদের আটক করা হয়।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহির উদ্দিন জানান, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার এলাকায় রাশরাফ সেতু ভবনের পাশে ওয়ালটন শোরুমে অভিযান চালানো হয়। এ সময় আবদুর রহিম রানা পাঠান, সোহেল মিয়া ও নূর ইসলাম আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আবদুর রহিম রানা পাঠান আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে থাকে এবং সোহেল মিয়া ওই ওয়ালটন শোরুমের মালিক।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরআই