ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ৪শ’ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
টঙ্গীতে ৪শ’ পিস ইয়াবাসহ তিন যুবক আটক ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে টঙ্গী বাজার এলাকায় ওয়ালটন শোরুম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো টঙ্গীর আনার কলি রোড এলাকার নুরুল আমিন পাঠানের ছেলে আবদুর রহিম রানা পাঠান (৩০), মাঝারবস্তি এলাকার লোকমান হোসেনের ছেলে সোহেল মিয়া (২৪) ও কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকার মজিবুর রহমানের ছেলে নূর ইসলাম (৩৬)।

টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহির উদ্দিন জানান, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার এলাকায় রাশরাফ সেতু ভবনের পাশে ওয়ালটন শোরুমে অভিযান চালানো হয়। এ সময় আবদুর রহিম রানা পাঠান, সোহেল মিয়া ও নূর ইসলাম আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আবদুর রহিম রানা পাঠান আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে থাকে এবং সোহেল মিয়া ওই ওয়ালটন শোরুমের মালিক।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।