ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালী‌তে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

‌ডিস্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
পটুয়াখালী‌তে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

পটুয়াখালী: পটুয়াখালী-বাউফল সড়‌কের শৌলা এলাকায় যাত্রীবা‌হী বাসের চাপায় মোটরসাই‌কেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘ‌টে।



‌নিহতরা হ‌লেন, শৌলা এলাকার ক্লোকমহল সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের সহকারী শিক্ষক রাম চন্দ্র দাস এবং মোটরসাই‌কেল চালক মো. ফারুক হো‌সেন।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে শিক্ষক রাম চন্দ্র স্কুলে যাচ্ছিলেন। এসময় পটুয়াখালী-বাউফল সড়‌কের শৌলা এলাকায় মোড় ঘোরার সময় যাত্রীবাহী একটি  বাস‌ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।