সিলেট: সিলেট অঞ্চলের সংবাদপত্র ও সাংবাদিকতার শতাধিক বছরের স্বর্ণময় ইতিহাস ও ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব।
স্থানীয় সুবিদবাজারের ক্লাব ভবনে বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হবে।
এদিন, দুই পর্বের অনুষ্ঠানে সন্ধ্যা ৬টায় প্রথম পর্বের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন এবং তথ্য সচিব মরতুজা আহমদ।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা থেকে ক্লাব মেম্বার’স ফ্যামিলি নাইট ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন অভিষেক উদযাপন কমিটির আহবায়ক ইকবাল সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএএন/টিআই