ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মাহফুজ আনামের বিরুদ্ধে তিন মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
ময়মনসিংহে মাহফুজ আনামের বিরুদ্ধে তিন মামলা মাহফুজ আনাম

ময়মনসিংহ: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মানহানির অভিযোগে দায়ের করা হয়েছে এবং অন্য দু’টি রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে।



বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তিনটি মামলা করেন যথাক্রমে ময়মনসিংহ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন।

আদালত সূত্র জানায়, দুপুর ১২টার দিকে অপরাধমূলক ষড়যন্ত্র ও মানহানির অভিযোগে ৪নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ।

মামলায় উল্লেখ করা হয়, জরুরি অবস্থার সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মাহফুজ আনামের পত্রিকায় মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়। এবং তিনি ১১ মাস কারাবরণ করেন। এতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানহানি হয়।

গত ৩ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে মাহফুজ আনাম সেই ভুল সংবাদের বিষয়টি স্বীকার করেন। এরই পরিপ্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।

বিচারক রফিকুল বারী মামলাটি আমলে নিয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ প্রদান করেন বলে জানান অ্যাডভোকেট জসিম উদ্দিন।

একই সময়ে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে আরো দু’টি মামলা দায়েরের আবেদন করেন জেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন।

মামলায় উল্লেখ করা হয়, ওয়ান ইলেভেনের সময় মাহফুজ আনাম বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি রাষ্ট্রকে অস্থিতিশীল করারও ষড়যন্ত্র করেছিলেন। গত ৩ ফেব্রুয়ারি একটি টকশোতে দাম্ভিকতার সঙ্গে কথা বলে এসব অপকর্ম স্বীকার করেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির  অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬/আপডেট: ১৫৪০ ঘণ্টা
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।