ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জনতার গণপিটুনিতে নিহত ছিনতাইকারীর পরিচয় মিলেছে।
তার নাম হাফিজুর রহমান (৩০)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য পুলিশ তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একটি মোটরসাইকেল গতিরোধ করে ছিনতাই করে নেয় সংঘবদ্ধ ছিনতাইকারীরা।
এসময় জনতার ধাওয়ায় দুই ছিনতাইকারী পালিয়ে যায়। ধরা পড়েন হাফিজুর রহমান নামের ওই ছিনতাইকারী।
এসময় ওই ছিনতাইকারীর ছোড়া গুলিতে আল আমিন (৩০) নামে এক যুবক আহত হলে ক্ষুব্ধ জনতা রাত সাড়ে ৮টার দিকে ওই ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এএ